পুলিশ হত্যা মামলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে জামায়াত নেতা গ্রেফতার

 

ঝিনাইদহ অফিস: পুলিশ হত্যা মামলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার মান্দারতলা গ্রামের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জামায়াতের সদস্য ও মান্দারতলা গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গত ৩ মার্চ হরতাল চলাকালে পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুককে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের ভেতরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে জামায়াত-শিবির ক্যাডাররা। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে ২২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ওই হত্যা মামলার ৩৪নং আসামি। এ হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে ওসি জানান।