পুলিশ পার্ক থেকে ১৯ কিশোর কিশোরী আটক ॥ মুক্তি

শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে পার্কে বসে আড্ডা? চুয়াডাঙ্গায় চলবে না

স্টাফ রিপোর্টার: স্কুল-কলেজে না গিয়ে পার্কে বসে আড্ডা? চুয়াডাঙ্গায় তা চলবে না। গতকাল চুয়াডাঙ্গার পুলিশ পার্কে বিদ্যালয় চলাকালীন সময়ে অভিযান চালিয়ে পুলিশ ১৯ জন কিশোর-কিশোরীকে আটক করে। পরে সকলের অভিভাককদের খবর দেয়া হয়। অভিভাকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হলেও বলা হয়, আবারও যদি লেখাপড়া ফাঁকি দিয়ে ওরা পার্কে বসে কেউ আড্ডা দেয়া তা হলে ধরে এবার শাস্তির ব্যবস্থা করা হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলার উঠতি বয়সীদের লেখাপড়ায় মনোনীবেশের লক্ষ্যে নানামুখি উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে বিদ্যালয় চলাকালে পার্কে বসে কোনো শিক্ষার্থী আড্ডা দিলেই তাকে ধরে অভিভাকদের হাতে তুলে দেয়া হচ্ছে। কিছুদিন আগে শিশুস্বর্গে জেলা প্রশাসক স্বয়ং অভিযান তদারকি করেন। গতকাল রোববার পুলিশ সুপারের নির্দেশে একদল পুলিশ পার্কে অভিযান চালিয়ে ১৯ যুবক-যুবতীকে আটক করে সদর থানায় নেয়। এরপর তাদের অভিভাকদের নিকট খবর দেয়া হয়। অধিকাংশেরই অভিভাবক গতকাল তাদের সন্তানদের থানা থেকে মুক্ত করে বাড়ি নিয়েছেন। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মহেশপুর এলাকার এক কিশোরীসহ দুজনকে থানা হাজতেই থাকতে দেখা গেছে। এদের বিষয়ে সদর থানার কর্তব্যরত অফিসার বলেছেন, ওদের অভিভাবক আসছেন। পথিমধ্যে। থানায় পৌঁছুলেই তাদের জিম্মায় দেয়া হবে।