পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। ১৫ তারিখ শারীরিক ও ১৬ তারিখ লিখিত পরীক্ষা নেয়া হবে মেহেরপুরসহ ১১ জেলায়। আর চুয়াডাঙ্গাসহ ১০ জেলা জেলায় ১৭ এপ্রিল শারীরিক। পরদিন লিখিত পরীক্ষা নেয়া হবে। নিয়োগে আগ্রহী পরীক্ষার্থীদের কয়েকটি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। সেখানে বলা হয়েছে, পরীক্ষার্থীরা ব্যাগ ও মোবাইলফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে পারবেন না।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারীসহ সর্বমোট ১০ হাজার প্রার্থীকে বাছাই করা হবে। এ বিষয়ে গত মার্চ মাসে সার্কুলার জারি করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা হবে প্রত্যেকের নিজ নিজ জেলায়। আগ্রহী প্রার্থীদেরকে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষাসহ নির্দিষ্ট তারিখে সকাল ৯.০০ ঘটিকার পূর্বেই নিজ জেলাস্থ পুলিশ লাইন্সে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

সূত্র বলেছে, চুয়াডাঙ্গায় নারী ১২ জন ও ৬৯ জন পুরুষকে কনস্টেবল পদে নিযোগ দেয়া হতে পারে।