পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

 

স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশায় মাকিং বাতির আলো ঝাপসা দেখার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ৮টি রো রো ফেরি ও ২টি টাইপ ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছিলো। এর মধ্যে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই অবস্থায় আটকা পড়েছে শাহ আলী, শাহ জালাল, শাহ পরান ভাষা শহীদ বরকত এবং আমানত শাহ নামের পাঁচটি রো রো (বড়) ফেরি। বাকি ফেরিগুলোর মধ্যে পাটুরিয়া ফেরিঘাট পন্টুনে দুটি ও দৌলতদিয়া ফেরিঘাট পন্টুনে তিনটি ফেরি যানবাহন বোঝাই করে পার পারাপরে অপেক্ষায় রয়েছে। বিআইব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। উভয়ঘাটে পারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন রয়েছে বলেও তিনি জানান।