পর্নোছবি : তিন দোকানির দু হাজার টাকা করে জরিমানা

 

চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ে ভ্রাম্যমাণ আদালত

 

স্টাফ রিপোর্টার: কম্পিউটার থেকে মোবাইলফোনে নীলছবি ডাউনলোড করাসহ বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় ব্রিজের অদূরবর্তী ৩ দোকানির জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার ও ফারজানা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জরিমানার আদেশ দেন।

জানা গেছে, দৌলাতদিয়াড় ব্রিজের অদূরবর্তী নিউ রোজ কম্পিউটার দোকানি রুবেলকে দু হাজার টাকা, সুমন কম্পিউটার অ্যান্ড টেলিকমের মালিক সুমনকে দু হাজার টাকা, আটন টেলিকমের মালিক শাকিলকে দু হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় না হলে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তবে আদালতসূত্র বলেছেন, জরিমানার টাকা আদায় হওয়ার কারণে কাউকেই আর কারাগারে যেতে হয়নি।

আদালতসূত্র বলেছে, পর্নোছবি ১৮ বছরের বয়সের কম ছেলেমেয়েদের মেমোরির্কাডে লোড করার জন্য দণ্ডবিধির ২৯৩ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ দোকানির প্রত্যেককে দু হাজার টাকা করে জরিমানা করা হয়।