পরিকল্পিতভাবে বেগম জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখতে চায় সরকার

জামিন স্থগিতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি পৃথক তিনটি স্থানে কেন্দ্রীয় এসব কর্মসূচি আয়োজন করে।
সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, বেগম খালেদা জিয়া থাকবেন কারাগারে আর শেখ হাসিনা যাবেন ভোটে, আওয়ামী লীগের এমন দিবাস্বপ্ন বাংলাদেশের জনগণ কোনোদিন পূরণ হতে দেবে না। খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার আগামী নির্বাচনে নীলনকশা বাস্তবায়ন করতে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে। পরিকল্পিতভাবে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখতে চায় সরকার। তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে চায়। এই উদ্দেশ্য নিয়েই ক্ষমতাসীনরা মামলাগুলো সাজাচ্ছে। তবে সরকার শেষ পর্যন্ত সফল হবে না। দেশ ও খালেদা জিয়া, গণতন্ত্র এবং খালেদা জিয়া- এ দুটি আজ একাকার হয়ে গেছে। তাই নেত্রীকে আমাদের সব শক্তি দিয়ে মুক্ত করে আনতে হবে। আসুন তার মুক্তির দাবিতে আমরা সোচ্চার হই। এছাড়াও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশে থেকে। দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, গুম ও হত্যার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সদস্য শহিদুল ইসলাম রতন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র উদ্যোগে গতকাল সকাল ১১টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা বিএনপি নেতা রেজাউল করিম মুকুট। বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আশরাফ বিশ্বাস মিল্টু, মামুন রেজা সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন ও সহ-সভাপতি আইনাল হক।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য মাসুদুল হক মাসুদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিকেলে কেন্দারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি আদর্শ স্কুলের সামনে পুলিশের বাধায় পড়ে। পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, জেলা বিএনপি নেতা অ্যাড. মানি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজিব খান, শাহজাহান খান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক গোলাম রসুল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও চুয়াডাঙ্গা পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক কাজল মাহমুদ।
অপরদিকে, সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার। বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি হাফিজুর রহমান মুক্তা, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রায়হান, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপ্টন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেয় নিম্ন আদালত। ১৩ মার্চ হাইকোর্ট থেকে তিনি চারমাসের অন্তর্র্বতীকালীন জামিন পান। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ ৮ মে পর্যন্ত স্থগিত করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট।