নিন্দা প্রস্তাব জনগণের আবেগের প্রতিফলন : পাক পররাষ্ট্র মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের জাতীয় পরিষদে (পার্লামেন্ট) পাস হওয়া নিন্দা প্রস্তাবকে জনসাধারণের আবেগের প্রতিফলন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। গতকাল শুক্রবার পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে বলা হয়, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছে বাংলাদেশ। গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের পার্লামেন্টে ফাঁসি কার্যকর করায় একটি নিন্দা প্রস্তাব পাস হয়। এ ঘটনার পর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সরকারের অসন্তোষের কথা জানানো হয়। এ প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হলে ওই মুখপাত্র বলেন, এ প্রস্তাব হলো জনসাধারণের আবেগের প্রতিফলন।

তিনি বলেন, রাজনৈতিক ও অভ্যন্তরীণ দিক থেকে বাংলাদেশে স্থিতিশীলতা বিরাজ করবে বলে আশা পাকিস্তানের। দু দেশের মধ্যে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিরা নিরাপদে রয়েছেন। তিনি আরো বলেন, আমরা অতীতকে দেখতে চাইছি না ভবিষ্যত নিয়ে আগ্রহী। এ মুহূর্তে কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থানে পাকিস্তান নেই।