নারীর সুস্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা অত্যন্ত জরুরি

চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
স্টাফ রিপোর্টার: দম্পতিদের দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যসেবা নানা আয়োজন নিয়ে প্রথমবারের চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন করা হয়েছে। ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ প্রতিপাদ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবলমাঠে আয়োজিত মেলায় উদ্বোধনী পর্ব শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপপরিচালক মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নাঈম আস সাকীব, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলী হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল আলম ও পরিবার পরিকল্পনার ডকুমেন্টেশন অফিসার শিখা দাস চৌধুরী। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. শফিকুল ইসলাম, ডা. বেলাল উদ্দিন প্রমুখ। পরে জেলার ৪ উপজেলার দম্পতিদের মধ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনা বৃদ্ধি করতে হবে। পূর্বের তুলনায় দেশে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেকাংশে কমে এসেছে। জনসংখ্যা রোধকল্পে দেশের মানুষকে সচেতন করতে হবে। বক্তারা আরও বলেন, আমরা নারীদের ভেতর মানসিক পরিবর্তন আনতে চাই, যাতে তারা পরিবার পরিকল্পনার গুরুত্ব বোঝে এবং সেই ব্যাপারে সচেতন হয়। দেশের জনসংখ্যা, দারিদ্রতা নিরসন এবং নারীর সুস্বাস্থের জন্য পরিবার পরিকল্পনা অত্যন্ত জরুরি। সরকার এ লক্ষে দেশের ৬৪ জেলায় পরিবার পরিকল্পনামূলক কার্যক্রম হাতে নিয়েছে।