নারীর অগ্রযাত্রা ধর্মীয় মুল্যবোধ আচার অনুষ্ঠান পালন ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন

শিশু কন্যার বিয়ে নয় করবে তারা বিশ্ব জয়

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে সারাদেশের ন্যায় নারীর অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন ও ৱ্যালি গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেন সড়কে নারীর অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে ‘বাধা নয় পরিপূরক’ সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত এবং একই সাথে ‘শিশু কন্যার বিয়ে নয় করবে তারা বিশ্ব জয়’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০১৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধনে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরাম, ওয়েভ ফাউন্ডেশন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, আত্মবিশ্বাস, ব্র্যাক, পাস, রিসো, অগ্নিবিনা মহিলা উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন এনজিও সমূহ। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এসএম রেজাউল করীম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমীন, সহকারী কমিশনার সুহেল মাহমুদ, মো. আনোয়ার সাদাত, সরকার অসীম কুমার, মো. রুহুল আমীন, মো. মনিবুর রহমান, সৈয়দা নাফিজা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জাহান, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহীর রায়হান, সিডিএফ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আসমা হেনা, ব্র্যাকের জেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম, জেলা মহিলা সংস্থার সভাপতি নুরুন্নাহার কাকলী প্রমুখ।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুরে এ দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও আরডিসির উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মহেশপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসিমা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, এছাড়া মহিলা বিষয়ক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নারীদের নিয়ে উন্মুক্ত সংলাপ পরবর্তী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনোরঞ্জন মজুমদার অনুষ্ঠানের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মুজিবনগর উপজেলা পরিষদের সামনে গতকাল সকালে এ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোকতার হোসেন। মানববন্ধন শেষে উপজেলা হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, শিক্ষা অফিসার গোলাম ফারুক। উপস্থিত ছিলেন অত্র উপজেলার কর্মকর্তা, এনজিও প্রধান, বিদ্যালয়ের ছাত্রী ও ভিডিপি মহিলা সদস্যবৃন্দ।

অনুরুপ ‘কন্যা শিশুর বিয়ে নয়, করব মোরা বিশ্ব জয়’ এ স্লোগানে গতকাল সোমবার গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর প্রজেক্টের উদ্যোগে গুড নেইবারস্ বল্লভপুর অফিসে দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে অফিস প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রজেক্টের অপারেনাল অফিসার মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম, সাংবাদিক শেখ শফিউদ্দীন। বক্তব্য রাখেন ইউপি সদস্য রাহেলা খাতুন।

মেহেরপুর অফিস জানিয়েছে, এ দিবসটি উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা এতে অংশগ্রহণ করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা হীরাসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘শিশুকন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্বজয়’ এ স্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে দামুড়হুদায় নারীর অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেনের নেতৃত্বে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা শহরের প্রধান সড়কে মানববন্ধন রচিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, নারীর অগ্রযাত্রার বিরুদ্ধে সাম্প্রতিক কতিপয় মহলের বিভ্রান্তি ও কুরুচিপূর্ণ প্রচার প্রপাগান্ডার প্রেক্ষাপটে ও জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে জীবননগর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল বেলা ১০টার দিকে মানববন্ধন করা হয়েছে। আধা ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোর্তূজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. হাসানুজ্জামান নূপুর ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম রসুল।