নকল ফেনসিডিলের কারখানা আবিষ্কার : মহিলা আটক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের জালশুকায় নকল ফেনসিডিল তৈরির কারখানা আবিষ্কার করেছে ডিবি পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে কারখানা মালিক আনুরা বেগমকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলের ৯টি খালি বোতল।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আনুরা বেগম ফেনসিডিল বিক্রেতা হিসেবে পরিচিত। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই খালিদ, এসআই ইব্রাহিম ও এএসআই জগদিশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযান চালিয়ে আবিষ্কার করেন নকল ফেনসিডিল তৈরির কারখানা। উদ্ধার করেন খালি ৯টি বোতল ও ১২ বোতল ফেনসিডিল। সেখানে M­y‡KvRmn বিভিন্ন উপাদানের সন্ধান পেলেও তা উদ্ধার করতে পারেনি। আনুরা বেগমকে চুয়াডাঙ্গা সদর থানা কাস্টডিতে রাখা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।