ধাতবমুদ্রা গলায় বেধে শিশু আর্থিনা কাতর : চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিরুপায়

 

স্টাফ রিপোর্টার: আগেরকার আধুলির মতোই এখনকার ধাতব এক টাকা। ওটা নিয়েই খেলতে গিয়ে গলায় বাধিয়ে এখন বেকায়দায় ৪ বছরের শিশু আর্থিনা। সে দামুড়হুদা কালিয়া বকরিগ্রামের শাহাদত হোসেনের মেয়ে। গতকাল শনিবার সন্ধ্যায় নিজেদের বাড়িতেই ঘটে এ ঘটনা।

গতরাতে আর্থিনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। গলায় বাধা ধাতব টাকা তো দূরাস্ত, গলায় বড় হাড় বাধলেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সাধ্যি নেই তা বের করা। কারণ, বকের মতো ঠোটাকৃতির সেই যন্ত্র নেই। তাই এক রত্তি আর্থিনাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

আর্থিনাকে আজ কুষ্টিয়ায় নেয়া হতে পারে। গলায় বাধা হাড়, ধাতবমুদ্রা কিংবা অন্য কিছু অপসারণের যন্ত্রপাতি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেই কেন? লাজবাব।