ধরন বরণ বদলে এবার চুয়াডাঙ্গাতেও বিশ্ব ইজতেমা

 

স্টাফ রিপোর্টার: ঢাকার তুরাগ তীরে স্থান সংকুলান না হওয়ার কারণে এবার থেকে শুধুমাত্র ৩২টি জেলা নিয়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বাকি ৩২ জেলায় পর্যয়ক্রম নিজ নিজ জেলার মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে জেলাভিত্তিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে এসব জেলা পরবর্তী বছরে তুরাগ তীরে সম্মিলিত ৩২টি জেলার সাথে বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার সুযোগ পাবে। আয়োজকদের এ সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার চুয়াডাঙ্গা জেলার মুসল্লিদের নিজ চুয়াডাঙ্গার মহিলা কলেজ সংলগ্ন মাঠে বিশ্ব ইজতেমার আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বিশ্ব ইজতেমার স্থান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপস্থিত ছিলেন তাবলীগের আমিরসহ অনেকে। এ সময় মুসল্লিদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।