দৌলাতদিয়াড় বহুমুখি ফজলুল উলুম স্কিম মাদরাসার সাবেক শিক্ষক আলহাজ উদ্দীনের মৃত্যু

 

 

খাদিমপুর প্রতিনিধি: দামুড়হুদা দলিয়ারপুর গ্রামের মৃত বাছের মেম্বারের ছেলে মো. আলহাজ উদ্দীন (২৭) গত শুক্রবার রাতের কোনো এক সময় মারা গেছেন।ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বিগত প্রায় ৪ বছর দৌলাতদিয়াড় বহুমুখি ফজলুল উলুম স্কিম মাদরাসায় শিক্ষকতা করতেন আলহাজ উদ্দীন।   সম্প্রতি দি একমি ফার্মাসিটিক্যাল লিমিটেডের ঢাকার শ্যামলী অফিসে প্রশিক্ষণ শেষে বাড়িতে এসে পরিবারের সবার সাথে দেখা করেন। ঝালকাঠি জেলার রাজাপুর থানায় ওষুধ কোম্পানি একমির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মস্থলে যোগদান করেন তিনি। মাত্র আটদিনের মধ্যে তার কাজ ও ব্যবহারে কোম্পানির সকলেই মুগ্ধ হন। গত শুক্রবার রাত ৯টার দিকে তার বাড়িতে ফোনে জানান সেখানে খুব ভালো আছে। কিন্তু গত শনিবার তার অফিসে যেতে দেরি হওয়ায় তার সহকর্মী ও বস ফোন করে কোনো যোগাযোগ করতে না পেরে আলহাজের বাসায় খোঁজ নেন। আলহাজ একটি রুম নিয়ে একা মেসে থাকতেন। পাশের রুমের লোক এসে তার রুমের ভেতর থেকে দরজা আটকানো দেখে কোনো সাড়া না পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঝালকাঠি সদর হাসপাতালমর্গে নিয়ে ময়নাতদন্ত শেষে অ্যাম্বুলেন্সযোগে রোববার ভোর রাতে তার নিজ বাড়ি দলিয়ারপুরে নিয়ে আসা হয়। রোববার সকাল ৭টায় তার দাফনকাজ সম্পন্ন করা হয়।প্রাথমিক তদন্তে রাজাপুর থানার এসআই এটাকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করেন।