দৌলতপুর হাসপাতালে টেন্ডার নিয়ে আওয়ামীলীগের দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া : পুলিশসহ আহত ১০

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর হাসপাতালে মাতৃভাউচার প্রকল্পের টেন্ডারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুগ্রুপেরমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দু পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, গতকালসোমবার দৌলতপুর হাসপাতালে মাতৃভাউচার (ডিএসএফ) প্রকল্পের টেন্ডারের দরপত্র দাখিলের শেষ দিন ছিলো। টেন্ডারকে কেন্দ্র করে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই টোকন চৌধুরী ও তার প্রায় দুশতাধিক ক্যাডার বাহিনী সকাল ৯টা থেকে হাসপাতালের টেন্ডার বাক্স ঘিরে রাখে। এর প্রতিবাদে আওয়ামীলীগ নেতা সুমন গ্রুপের ক্যাডাররা প্রতিবাদ জানালে দুগ্রপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সেখানে ২ রাউন্ড গুলিবর্ষণ ও ৫/৬টি ককটেলের বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা জানায়। বেলা ১টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় পুলিশ কনস্টেবল বজলুর রহমান (৪২) ও ব্যাটালিয়ন আনসার সদস্য আনিচুর রহমান (৪০), মনিরুল (৩৬), রফিকুল (৩৫), শামীমসহ (১৯) ১০ জন আহত হন। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।