দৌলতপুরে মাদক ব্যবসায়ী-বিজিবিকে লক্ষ্য করে গুলি : আহত ১

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসায়ী ও বিজিবিকে লক্ষ্য করে গুলি করেছে প্রতিপক্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা। এ ঘটনায় হাজেরা খাতুন (৪০) নামে এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবর্ষণ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে জামালপুর সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিফ, লালু ও মদনের নেতৃত্বে ১০-১২ জন মাদক ব্যবসায়ী প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী ইয়াসুতকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি করে। মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে অপর মাদকব্যবসায়ী ইয়াসুত পালিয়ে গেলেও তার ভাইয়ের স্ত্রী হাজেরা খাতুন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গুলির শব্দ শুনে স্থানীয় জামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছুলে বন্দুকধারী মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করেও তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তবে এতে বিজিবি সদস্যদের কেউ হতাহত হয়নি বলে জামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন। বন্দুকধারী মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের ধরতে বিজিবি সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।