দৌলতপুরের আড়িয়া ইউপির উপনির্বাচন আজ

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪নং আড়িয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আজ রোববার। ইতোমধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে। ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যায়।

নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুজন প্রার্থীর মধ্যে। এরা হলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুনের ছোট ভাই তারিক আল মামুন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে। অপর প্রার্থী সাঈদ আনছারী বিপ্লব। তিনি প্রতিদ্বন্দ্বিতা বরছেন তালা প্রতীক নিয়ে।

উপনির্বাচনে প্রধান দু প্রতিন্দদ্বী প্রার্থী ছাড়াও দোয়াত-কলম প্রতীক নিয়ে আশরাফুল ইসলাম, চশমা প্রতীক নিয়ে আবুল কালাম রাহাত ও মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি কেন্দ্রে প্রায় ২১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।