দেশের স্বার্থে হাসিনার পদ ছাড়া উচিত : ড. কামাল

স্টাফ রিপোর্টার: দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া উচিত বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বুধবার বিকেলে বেইলি রোডে নিজ বাসার উঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশা নয়। তিনি বলেন, নিজের পক্ষে আইন করে যদি বলেন, আমি নিরপেক্ষ- তা কেউ মানবে না। গণফোরামের সভাপতি বলেন, দেশ ও জনগণের স্বার্থে ঘোষিত তফশিল পরিবর্তন হতে পারে। আমরা আশা করি, নতুন করে জনমতের আশা আকাঙ্খার প্রতিফলন করে এমন তফশিল ঘোষণা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *