দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মেহেরপুরের সাইদুল

মেহেরপুর অফিস: মেহেরপুরের খন্দকার সাইদুল ইসলাম (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার ঢাকা মেট্রপলিটন হাসপাতালে মারা গেছেন। গতকালই তার লাশ মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ার মৃত মফিজুর রহমানের জামাতা এক পুত্রসন্তানের জনক খন্দকার সাইদুল ইসলাম গত ১ অক্টোবর খুলনার গল্লামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেট্রপলিটন হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেলে তাকে মেহেরপুর নেয়া হয়। জানাজা শেষে রাতে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। খন্দকার সাইদুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলা হিজলাবট গ্রামের মৃত মাও. আব্দুর রশিদের ছেলে। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা এলজিইডিতে কর্মরত ছিলেন।