দীর্ঘ ২২ ঘণ্টা রোজা রাখবেন আইসল্যান্ডের মুসলমানরা

 

 

মাথাভাঙ্গা মনিটর: রমজানমাসে পানাহার বর্জন করে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভৌগলিক কারণেরোজার সময় নিয়ে পার্থক্য হয় বিশ্বের বিভিন্ন দেশে।রমজান মাসের চাঁদ দেখেরোজা শুরু হয়। তবে সময়ের তারতম্যের কারণে সেহরি থেকে ইফতারে সময়ের পার্থক্যকোনো কোনো দেশে দ্বিগুণ সময়ে হয়ে থাকে। কয়েকটি দেশে অল্প সময়ের মধ্যে রোজারেখেই ইফতার সারতে হয়। আবার কিছু দেশে দীর্ঘ সময় লেগে যায়। সম্প্রতিহাফিংটন পোস্ট রোজার সময় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনেউল্লেখ করা হয় এ বছর আইসল্যান্ডের মুসলমানদের দীর্ঘ সময় নিয়ে রোজা রাখতেহবে। সেখানে সেহরির পর ইফতারের পার্থক্য প্রায় ২১ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎইফতার করার কিছুক্ষণ পর আবার সেহরি খেতে হয়।এছাড়াও দীর্ঘ সময়ের মধ্যেলন্ডনে রোজা রাখার সময় ১৮ ঘণ্টা ৫৩ মিনিট। জার্মানির বার্লিনে ১৯ ঘণ্টা ১মিনিট। তৃতীয় স্থান হলো কানাডার টরন্টোতে এবছর রোজার দৈর্ঘ্য প্রায় ১৭ঘণ্টা ১৪ মিনিট।যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দিনের দৈর্ঘ্য কমবেশিহয়ে থাকে। এ কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কার জুনিআউতে রোজার দৈর্ঘ্য ১৯ঘণ্টা ৫১ মিনিট হলেও ডারবোর্নে তা ১৬ ঘণ্টা ৫৯ মিনিট। অন্যদিকে শিকাগোতে এসময় ১৬ ঘণ্টা ৫৪ মিনিট এবং নিউ ইয়র্ক শহরে ১৬ ঘণ্টা ৪৩ মিনিট। আবার লসঅ্যাঞ্জেলসে তা ১৫ ঘণ্টা ৪৮ মিনিট।

এশিয়ার দেশগুলোর মধ্যে ঢাকায় এবাররোজার দৈর্ঘ্য প্রায় ১৫ ঘণ্টা ৩ মিনিট। সৌদি আরবের মক্কায় কিছুটা কমে ১৪ঘণ্টা ৫৩ মিনিট রোজা রাখতে হবে মুসলমানদের।উত্তর গোলার্ধের দেশগুলোতেরোজার সময় বেশি লাগলেও দক্ষিণ গোলের্ধের দেশগুলোতে শীতকাল চলায় এ সময় বেশকম। ব্রাজিলের রিওতে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য ১২ ঘণ্টা ৪ মিনিট।অস্ট্রেলিয়ার সিডনিতে এবার রোজার দৈর্ঘ্য মাত্র ৯ ঘণ্টা ৫৬ মিনিট।

অন্যদিকেএকই শহরে উচ্চতার কারণে ইফতার সেহরিতে হেরফের রয়েছে। দুবাইয়ের আল বুর্জখলিফায় নিচ তলা থেকে ১৬০ তলার বাসিন্দাদের ইফতারের ক্ষেত্রে ৩ মিনিটব্যবধান রয়েছে। নীচতলায় যারা বাস করেন তাদের ক্ষেত্রে আগেই সূর্য ডুবে যায়।আর যারা ১৬০ তলায় বাস করেন তাদের সূর্যাস্ত হয় ৩ মিনিট। আবার সুর্যোদয়েরক্ষেত্রেও উপর তলায় ৩ মিনিট আগে এবং নিচে তিন মিনিট পরে সকাল শুরু হয়।