দিলীপ কুমার হাসপাতালে

মাথাভাঙ্গা মনিটর: ভারতের কিংবদন্তিতুল্য বলিউড অভিনেতা দিলীপ কুমার অসুস্থ। তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯০ বছর বয়সী এ প্রবীণ অভিনেতা গতকাল রোববার রাতে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়।

তার প্রকৃত নাম মো. ইউসুফ খান। তবে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করলে তার নাম রাখা হয়- দিলীপ কুমার। প্রখ্যাত নায়িকা সায়রা বানু তার স্ত্রী। দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টিরও বেশি ছবিতে অভিনয় করেন এ ট্রাজেডি কিং। চলচ্চিত্র বোদ্ধারা তাকে হিন্দি সিমেনার ইতিহাসে সবচেয়ে সফল অভিনেতা হিসেবে অভিহিত করেন।

দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- দাগ, নয়া দৌড়, মধুমতি, পয়গাম, কোহিনূর, লিডার, গঙ্গা যমুনা, রাম অউর শ্যাম, আদমি, শক্তি প্রভৃতি। ১৯৪৪ সালে জোয়ার ভাটা সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক হওয়া দিলীপ কুমার ভারতের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা।

১৯৯১ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। এছাড়া ১৯৯৪ সালে সম্মানসূচক দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *