দামুড়হুদা ঠাকুরপুরের বৃদ্ধ আয়ু্ব আলী নিহত

আলমসাধু থেকে ছিটকে পড়ে গরুতর জখম : অতঃপর হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা ঠাকুরপুরের বৃদ্ধ আয়ুব আলী আলমসাধু থেকে পড়ে নিহত হয়েছে। কার্পাসডাঙ্গা-দর্শনা সড়কের চণ্ডিপুর তেতুলতলায় আলমসাধু আচমকা ব্রেক করলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মৃত আসাদ মণ্ডলের ছেলে আয়ুব আলী (৭০) গতকাল মেয়ের বাড়ি চণ্ডিপুরে যান। সেখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে তিনি বেলা ৫টার দিকে আলমসাধুযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। যাত্রী বোঝাই আলমসাধুটি গ্রামের তেতুলতলা নামক স্থানে পৌঁছে আচমা ব্রেক মারে। পেছন থেকে বৃদ্ধ আয়ুব আলী পড়ে যান। এতে তিনি রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে বৃদ্ধ আয়ুব আলী মারা যান। এ রিপোর্ট লেখার সময় রাত ২টা পর্যন্ত নিহত আয়ুব আলীর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিলো। তবে তার পরিবারের লোকজন লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। বৃদ্ধ আয়ুব আলীর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হতে পারে বলে তার পারিবারিকসূত্রে জানা গেছে।

Leave a comment