দামুড়হুদা জুড়ানপুরের পরাজিত এক মেম্বার প্রার্থী ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার ১ নং জুডানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ প্রার্থী আবুল কাশেম মল্লিক ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন। ভোটগ্রহণ ও গণনার ১৮ দিনের মাথায় গতকাল তিনি জেলা নির্বাচন অফিসার বরাবর এ আবেদন জানিয়ে দামুড়হুদা উপজেলা রিটার্নিং অফিসারসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুলিপি দেয়া হয়েছে।

গত ২৮ মে জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ডের সাধরণ সদস্য পদে অবুল কাশেম মল্লিক ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মাত্র ৫ ভোটে পরাজিত হন বলে জানা যায়। নির্বাচনের পক্ষকাল পর গতকাল তিনি ভোট পুনঃগণনার আবেদন জানাতে গিয়ে অভিযোগ তুলে বলেছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হলেও প্রার্থীদের এজেন্টদের স্বাক্ষর নিয়ে দূরে সরিয়ে দিয়ে কারচুপির মাধ্যমে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। এছাড়া ঞ-২ ফরমে ১১ মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রার্থীগণের ভোট গণনার বিবরণীতে অসঙ্গতি রয়েছে। ফরমে বলা হয়েছে, কেন্দ্রে উপস্থিত ভোটার সংখ্যা ১৯৬৮, অথচ বৈধ, অবৈধ বাতিল ভোটের মোট সংখ্যা বলা হয়েছে, ১৯৮২। এসব অসঙ্গতির কারণে ভোট পুনঃগণনা প্রয়োজন বলে আবেদক আবুল কাশেম মল্লিক দাবি জানিয়েছেন।