দামুড়হুদায় মাদরাসা শিক্ষকসহ ১ ছাত্র বহিষ্কার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নকল করা ও এতে সহযোগিতার অপরাধে ইছাহক আলী নামের এক মাদরাসা শিক্ষক এবং শরিফুল ইসলাম নামের এক মাদরাসাছাত্রকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসাকেন্দ্রে দাখিল (গণিত) পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান এবং ওই ছাত্রকে নকলসহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসবাদে ওই ছাত্রকে নকল করার সহযোগী হিসেবে দায়িত্বরত ওই শিক্ষককেও বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষক ইছাহক আলী উপজেলার কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম বালিকা মাদরাসার শিক্ষক এবং বহিষ্কৃত ছাত্র শরিফুল উপজেলার বলদিয়া-বুইচিতলা দাখিল মাদরাসার ছাত্র।

 

Leave a comment