দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের ৬ মাসের কারাদণ্ড

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ রায় প্রদান করা হয়।

জানা গেছে, গত সোমবার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দক্ষিণ চাঁদপুরের আজিজুলের ছেলে লাল্টু (৩৫) এবং দর্শনা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে  জয়নগরের মৃত মুলুক শেখের ছেলে ছানোয়ার হোসেনকে (৩০) আটক করেন। দুপুরে তাদের দুজনকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।