দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ীর জেল

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবির হাতে আটক উজ্জ্বল (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মাদকব্যবসায়ী উজ্জ্বল চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ার সোনা মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডারগার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জয়নগর সীমান্ত এলাকায় টহল ডিউটি করছিলেন। এ সময় ওই সীমান্তের ৭৬নং পিলারের কাছ দিয়ে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশ অভিমুখে আসা উজ্জ্বলকে ১২ বোতল ভারতে তৈরি থ্রিএক্স রামমদসহ আটক করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে উজ্জ্বলকে মদসহ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত মাদকব্যবসায়ী উজ্জ্বলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ (ঘ) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।