দামুড়হুদায় দিনমজুর হত্যামামলার আসামিদের গ্রেফতারের দাবিতে গণপিটিশন

 

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে কথিত কবিরাজের ওষুধ সেবনে দিনমজুরকে হত্যামামলার আসামিদের গ্রেফতারের দাবিতে গ্রামবাসীরা পুলিশ সুপার বরাবর গণপিটিশন দাখিল করেছে। গতকাল এ গণপিটিশনটি দাখিল করা হয়।

জানা গেছে, বিষ্ণুপুর গ্রামে জমিজমার বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দিনমজুর আনছার আলীকে (৫০) গত ১৯ জুলাই দুপুরে কথিত কবিরাজ আব্দুল জলিলের স্ত্রী রোজিনা বেগমের মাধ্যমে ভাতের সাথে বিষাক্ত পাউডার মিশিয়ে খাইয়ে হত্যা করে। পরদিন আনছার আলীর ছেলে সুজন বাদী হয়ে থানায় একই গ্রামের লস্করের ছেলে মুকুল ও কবিরাজ রোজিনা বেগমের নামে মামলা করে। পরবর্তীতে মুকুলের ভাই বকুল ও তার শ্বশুর নতিপোতা গ্রামের ঠাণ্ডুকে অভিযুক্ত করে পুলিশ সুপার বরাবর আবেদন করে। এদিকে ঠাণ্ডু প্রকাশ্যে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করায় মামলার বাদী সুজন ২৭ জুলাই থানায় একটি জিডি করেন।