দামুড়হুদায় ইফতার মাহফিলে এমপি আলী আজগার টগর : জঙ্গি দমনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গি বা সন্ত্রাসের কোনো সুযোগ নেই। আজ যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে, তারা ইসলামের বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু। যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে নানা অপতৎপরতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। উপস্থিত ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দফতর সম্পাদক আলী মুনসুর বাবু, জুড়ানপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, কার্পসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দীন, নবনির্বাচিত চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, পল্লি উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, জেলা ইমাম সমিতির সভাপতি হাজি শফিকুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ইফার মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ।   ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল গফুর। সার্বিক সহযোগিতায় ছিলেন সিএ জহিরুল ইসলাম, নাজির হামিদুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার, অফিস সহায়ক রফিক প্রমুখ।

অপদিকে ম্যানেজার ফরাম ও ফারিয়ার কার্যকরী কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা অডিটরিয়াম রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিফিল সার্জন ছিদ্দিকুর রহমান, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম, ড্রাগ সুপার সুলতান আরেফিন প্রমুখ।

এদিকে চুয়াডাঙ্গা সদর ব্র্যাক অফিসের এর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন  অফিসার ইনচার্জ সদর থানা তোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) জাহাঙ্গীর আলম, আঞ্চলিক ব্যবস্থাপক (এসসিডিপি) শফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) শাহীন আহম্মদ, শাখা ব্যবস্থাপক (দাবি) আইয়ূব হোসন, গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, অ্যাডভোকেট ও নানা শ্রেণি-পেশার মানুষ। সভায় সকল মানুষের মঙ্গল ও বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তালার নিকট দোয়া কামনা করা হয়।