দামুড়হুদার হাউলী ইউপি উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

 

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পর্যায়ক্রমে হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী শাহ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির শিক্ষক নজরুল ইসলাম নিজ নিজ নামে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিশান তরফদার নিজ নামে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, নির্বাচন কমিশন সচিবালয় থেকে বরাদ্দকৃত ১০টি প্রতীকের মধ্যে (গরুর গাড়ি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) এবং দেওয়াল ঘড়ি খেলাফত মজলিশের দলীয় প্রতীক হওয়ায় স্থানীয় নির্বাচনে ওই দুটি প্রতীক বাদ দেয়া হয়েছে। ১০টির মধ্যে বর্তমানে যে ৮টি প্রতীক ব্যবহার হবে তাহলো- আনারস, টেলিফোন, কাপ-পিরিচ, তালা, চশমা, দোয়াত-কলম, জাহাজ ও মাইক। তিনি আরো জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন আগামী ৫ আগস্ট, মনোনয়নপত্র বাছাই ৬ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ আগস্ট এবং আগামী ২৪ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে এ নির্বাচনকে ঘিরে জামায়াত ও বিএনপি দলীয়ভাবে একক প্রার্থী ঘোষণা করলেও আওয়ামী লীগ থেকে একক প্রার্থী ঘোষণা করা হবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।