দামুড়হুদার মডেল থানার এএসআই সাজেদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মডেল থানার এএসআই সাজেদুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দামুড়হুদা খাঁপাড়ার মৃত আলী বক্সের ছেলে তুহিন হোসেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় দামুড়হুদা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তবব্যে তুহিন হোসেন বলেন, কয়েক মাসে আগে আমার স্ত্রী তানিয়া খাতুন প্রতিবেশী বাবুর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। পরে আমি স্ত্রীকে দেনমোহর খোরপোষ দিয়ে আদালতে তালাক দিই। অন্যত্র বিয়েও করি। কিন্তু দামুড়হুদার থানার এএসআই সাজেদুল ইসলাম আমাকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে নির্যাতন শুরু করে। একপর্যায়ে পূর্বে স্ত্রী তানিয়া খাতুনের সাথে ১ লাখ টাকা দেনমোহর করে আমার সাথে জোরপূর্বক পুনরায় বিয়ে দেয়। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা স্বত্বেও পুলিশ কীভাবে আমাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করলো? এবং কীভাবে থানার মধ্যে কাজি ডেকে জোরপূর্বক আমাকে পুনরায় বিয়ে দিলো? বিষয়টি আপনাদের মাধ্যমে দামুড়হুদা মডেল থানার এএসআই সাজেদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সৃদৃষ্টি কামনা করছি।