দামুড়হুদার জগন্নাথপুর বাজারের ঐতিহ্যবাহী ছাগলাহাটের বেহাল দশা

বখতিয়ার হোসেন বকুল/মাহবুব রহমান: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের জগন্নাথপুর বাজারে অবস্থিত ছাগলাহাটের হাটচালিটি ভেঙেচুরে বেহাল দশায় পরিণত হয়েছে। এলাকার ঐতিহ্যবাহী একমাত্র এ হাটটি ব্রিটিশ আমলে গড়ে উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় সংস্কারের অভাবে তা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ফি বছর ওই বাজারের সরকারিভাবে ইজারার ব্যবস্থা চালু থাকলেও বাজারে নেই কোনো সংস্কারের ব্যবস্থা। হাটটি নিজস্ব ০.৭৩ একর জমির ওপর গড়ে ওঠা। বাজারের সাথেই রয়েছে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে কৃষি ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান। একটি ধর্মীয় প্রতিষ্ঠান (মন্দির) থাকলেও বাজারে টয়লেট, প্রসাবখানা, টিউবওয়েল থেকে শুরু করে নেই কোনো ন্যূনতম সুযোগ সুবিধা। প্রায় বছর বিশেক আগে নির্মাণ করা একমাত্র হাটচালাটিও আজ নষ্টের পথে। ফলে ঝুঁকি নিয়ে ওই হাটে আগের মতো আর আসতে চাচ্ছেন না এলাকার ব্যবসায়ীরা। পানি নিষ্কাশনের জন্য বাজার সংলগ্ন ড্রেনটি ভেঙে নষ্ট হয়ে গেছে। এক সময়ের ছাগলাহাট নামে পরিচিত ওই হাটে এখন আর আগেরমতো চোখে পড়েনা ছাগল বেচাকেনার দৃশ্য। ক্রেতা সমাগমও নেই বললেই চলে। এলাকার ঐতিহ্যবাহী একমাত্র হাটটি আজ তার পুরোনো জৌলুস হারিয়ে অনেকটা অভিভাবকহীন অবস্থায় বুড়ো বটগাছের নিচে কোনোমতে টিকে আছে।

ব্রিটিশ আমলে গড়ে ওই এলাকার একমাত্র ঐতিহ্যবাহী হাটচালাটি জরুরি ভিত্তিতে সংস্কারসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকার ব্যবসায়ীসহ সাধারণ জনের এমনটাই প্রত্যাশা।