দামুড়হুদার গোবিন্দপুরে ডাকাতির ঘটনায় আটক দুজনকে জেলহাজতে প্রেরণ : সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দপুরে ডাকাতির ঘটনায় আটক চিৎলা গ্রামের শহিদুল মালিথার ছেলে স্বপন ও একই গ্রামের নূহু মালিথার ছেলে হামিদুলকে জেলহাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান আটক ওই দুজনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ১২/১৪ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী দুর্বৃত্তরা উপজেলার গোবিন্দপুর গ্রামে তাণ্ডব চালিয়ে এক চা দোকানিসহ ১০ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরই এক পর্যায়ে দুর্বৃত্তরা গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে পরপর ৬টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমার আঘাতে ওই গ্রামের বাবুল আক্তার তার স্ত্রী হোসনে আরা ডলি, ছেলে শাওন, মনিরুদ্দিনের ছেলে বকুল, মৃত বরকত মণ্ডলের ছেলে ইস্রাফিল ও একই গ্রামের লাল মোহাম্মদের ছেলে হারুন অর রশিদ গুরুতর জখম হন। পরদিন হারুন বাদী হয়ে অজ্ঞাতনামা ১২/১৪ জনের নামে দামুড়হুদা মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের নানা চেষ্টা চালিয়ে প্রায় এক মাসের মাথায় গত সোমবার রাতে ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে এ দুজনকে আটক করে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, আটক দুজনই এলাকার বেশ কয়েকটি ডাকাতির ঘটনার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গোবিন্দপুরে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।