দামুড়হুদার কামারপাড়া সীমান্তে বাংলাদেশি নাগরিকের ওপর বিএসএফর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

 

গুরুত্বর আহত মনিরুল শিয়ালদাহ হাসপাতালে চিকিৎসাধীন

দর্শনা অফিস: দামুড়হুদার বাড়াদী সীমান্তে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিককে লক্ষ্যে করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে গুরুত্বরভাবে আহত হয়েছে বাংলাদেশি নাগরিক দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়ার মনিরুল ইসলাম। মনিরুলকে চিকিৎসার জন্য ভারতের শিয়ালদাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের মৃত ইমরান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪০) মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ৮১ নম্বর মেন পিলারের কাছ থেকে অবৈধভাবে ভারতের ৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়লে ১১৩-বিএসএফ ব্যাটালিয়নের বিজয়রপুর ক্যাম্পের সদস্যরা তার ওপরে বোমা (সাউন্ড গ্রেনেড) নিক্ষেপ করে। এতে সে আহত হলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। বিষয়টি জানার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসফের কাছে পত্র পাঠানো হয়েছে। তবে মনিরুল সুস্থ হলে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলাসহ ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করা হতে পারে। পারিবারিক সুত্রে বলা হয়েছে, গত সোমবার মনিরুল তার শশুর বাড়ি ভারতের মহাখোলায় বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যায়। বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিএসএফরা তার ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।