দামুড়হুদার এসবিএম ইটভাটায় চাঁদাবাজদের হানা : পুলিশ ও এলাকাবাসীর প্রতিরোধ

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ভালাইপুরমোড়ের অদূরবর্তী এসবিএম ইটভাটায় চাঁদাবাজরা হানা দিয়েছে। পুলিশ তাদেরকে ঘেরাও করলেও সামান্যের জন্যে পালিয়ে রক্ষা পেয়েছে। গতরাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের সহযোগিতায় এলাকাবাসী চাঁদাবাজদের তাড়া করে।

সূত্র জানায়, ভালাইপুরমোড়ের অদূরবর্তী হুজুগপাড়া-ঝোড়াঘাটার পার্শ্ববর্তী এসবিএম ইটভাটায় বেশ কিছুদিন ধরে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলো দুর্বৃত্তরা। গতরাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত ওই ইটভাটায় হানা দিলে পুলিশে খবর দেয়া হয়। এ সময় এলাকাবাসীও প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয় গোকুলখালী ক্যাম্প ইনচার্জ এসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে ছুটে যান। ছুটে যান সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধরীসহ সঙ্গীয় ফোর্স। শেষমেশ একপাশ দিয়ে পালিয়ে রক্ষা পায় দুর্বৃত্তরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *