দামুড়হুদার উজিরপুর ইব্রাহিম হত্যা মামলা আসামি সুজন দু দিনের রিমান্ডে

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার উজিরপুর মাদরাসায় গত ১ মার্চ ওয়াজ মাহফিল অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ১০টার দিকে ইব্রাহিম (২৩) নামে এক যুবককে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে ও ভুজালি মেরে হত্যা করে গ্রামের কতিপয় চিহ্নিত যুবক। এ মামলায় আটক উজিরপুর গাংপাড়ার ইসলাম ওরফে বুড়োর ছেলে সুজনকে (২৫) তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অনুমতি পেয়ে গতকাল শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম তাকে দু দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম জানান, দামুড়হুদার উজিরপুর মাদরাসায় গত ১ মার্চ ওয়াজ মাহফিল চলাকালে রাত সাড়ে ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উজিরপুর গাংপাড়ার কায়দার আলীর ছেলে ইব্রাহিমকে (২৩) কুপিয়ে ও ভুজালি মেরে হত্যা করে গ্রামের কতিপয় চিহ্নিত যুবক। পর দিন ২ মার্চ এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা কায়দার আলী। এজাহারভূক্ত আসামিদের মধ্যে দুজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পলাতক থাকে। পরে আটককৃত একজনসহ পলাতক ৮ জনের মধ্যে ৪ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পায়। এরা হলো মৃত. রজব আলীর ছেলে আশাদুল, ইসাহকের ছেলে মোস্তফা, মৃত. মোবারকের ছেলে ইসাহক, হায়দার ডাক্তারের ছেলে রাজু ও মৃত. আবু সাঈদের ছেলে হালিম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *