পাঁচিল নির্মাণকাজে অনিয়মের অভিযোগে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

দর্শনা অফিস: দর্শনা রেলইয়ার্ডে প্রায় কোটি টাকা ব্যয়ে পাঁচিল নির্মাণকাজের অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গত শনিবার ঘটনাস্থল পরিদর্শনকালে অনিয়মের চিত্র চোখে পড়ে এমপি টগরের। তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের তলব করে সঠিক তদন্তপূর্বক নির্মাণকাজ পরিচালনার তাগিদ দেন। তারই প্রেক্ষিতে রাজশাহী অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিতে আরো রয়েছেন, পাকশী ডিভিশনাল ইঞ্জিনিয়ার ওয়ান মাসুদুর রহমান ও চুয়াডাঙ্গা ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী রফিকুল হক। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তদন্ত কমিটি ঘটনাস্থলে যান। সেখানে নির্মাণাধীন সীমানা পাঁচিলের পিলার ও বিম পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন।

প্রকৌশলী আফজাল হোসেন জানান, তদন্তকালীন অনিয়মের কিছু চিত্র চোখে পড়েছে। অনিয়মগুলোর মধ্যে রয়েছে, ঢালাই পিলারের নিচে বালি ব্যবহার করা হয়নি, ভাইব্রেটর মেশিন ব্যবহার করা হয়নি, পিক ইট দিয়ে খোয়া করা হয়নি ও ব্যবহার করা হয়নি সিলেটের বালি। এছাড়া ইটের ত্রুটিসহ অন্যান্য ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে। নিখুঁতভাবে পরীক্ষাকরণের লক্ষ্যে ব্যবহৃত বালি, রড ও সিমেন্ট ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে। এসব সামগ্রির গুণগতমানে ত্রুটি দেখা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটি স্থানীয়দের কথা শোনেন। স্থানীয়দের কেউ কেউ দর্শনার উন্নয়নমূলক এ কাজটি যেন মুখ থুবড়ে না পড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজ স্থগিত থাকবে। এ কমিটিকে সার্বিক সহযোগিতা করেছেন, দর্শনা আন্তর্জাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী। এমপি আলী আজগার টগর ইয়ার্ডে বাউন্ডারি পাঁচিল নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিক বৈঠক করেছেন। সীমানা পাঁচিল নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সীমানা পাঁচিল নির্মাণের উদ্যোগ নেয়া হয়।