দর্শনা বিজিবি সদস্যদের মাদকবিরোধী পৃথক অভিযান ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী হ্যাপি ও রেজা আটক

দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে এলাকার অভিযুক্ত মাদকব্যবসায়ী হ্যাপি ও রেজাকে আটক করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে হাবিলদার শওকত আলী ও ল্যান্স নায়েক হাজি কাজী আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের আনোয়ারপুর বাসস্ট্যান্ডে। এ সময় তারা একটি মোটরসাইকেলের গতিরোধ করে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর মাঝপাড়ার আলী হোসেনের ছেলে এলাকার ফেনসিডিলকারবারী হাফিজুর রহমান ওরফে হ্যাপি (৩২) ও ইছাহাক আলীর ছেলে রেজাউল ইসলাম ওরফে রেজাকে (৩৩) আটক করেন। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, হ্যাপি ও রেজার ব্যবহৃত কালো রঙের ১শ সিসি টিভিএস মোটরসাইকেল থেকে বস্তাভর্তি ২৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় হাবিলদার শওকত আলী বাদী হয়ে গতকালই হ্যাপি ও রেজার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।

অপরদিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের সদস্যরা দর্শনা জয়নগর সীমান্তের ৭৭নং মেন পিলারের নদীর ধার এলাকা থেকে ৭ কেজি কাঁচাগাঁজা উদ্ধার করে।