দর্শনা দক্ষিণচাঁদপুরে আ.লীগের নির্বাচনী মতবিনিময়সভায় এমপি আলী আজগার টগর মুজিব আদর্শের সৈনিকেরা কখনো নৌকার বাইরে যাবেনা

দর্শনা অফিস: আসন্ন দশম জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এ নির্বাচনকে সামনে রেখে আবারো আ.লীগ তথা মহাজোট থেকে মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর নির্বাচনী সভা-সভাবেশ, গণসংযোগসহ প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় দর্শনা দক্ষিণচাঁদপুরে দলীয় নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময়সভা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুর স্কুলমাঠে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এমপি আলী আজগার টগর বলেন, দেশে গণতান্ত্রিক ধারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তাদের পরাজয় নিশ্চিত জানতে পেরে এ নির্বাচন বানচালের পাঁয়তারায় মেতেছে। দেশে যখন বিরাজ করছে শান্তি শৃঙ্খলা, শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে বইছে উন্নয়নের জোয়ার। ঠিক তখনই উন্নয়ন ব্যাহত করতে ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে মাঠে নেমেছে ১৮ দলীয় জোট। তারা অহেতুক হরতাল-অবরোধ দিয়ে বাধাগ্রস্থ করছে উন্নয়নের ধারাকে। তাই আসুন আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আ.লীগ সরকার গঠনের মধ্যদিয়ে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখি। আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা মুজিব আদর্শের সৈনিক। মুজিব আদর্শের সৈনিকেরা কখনো নৌকার বাইরে ভোট দেয়ার কথা চিন্তাও করেনা। দর্শনা পৌরসভার ১ নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন আ.লীগ নেতা আজিজুল হক জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য ও জনকল্যান বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা হাজি জয়নাল আবেদীন, হাজি আকমত আলী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বিল্লাল হোসেন, আলী মুনসুর বাবু, বিল্লাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, বিশারত আলী, শ্রমিক নেতা আজিজুল হক, মাসুদুর রহমান, মোস্তাফিজুর রহমান, হবা জোয়ার্দ্দার প্রমুখ। আবু সাঈদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, জয়নাল আবেদীন নফর, ইকবাল হোসাইন, সোলামান কবির, মামুন শাহ, সাজাহান মোল্লা, আশরাফুল আলম বাবু, হাফিজ মল্লিক, ফারুক হোসেন, রেজাউল ইসলাম, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, মোহাম্মদ আলী প্রমুখ।।