দর্শনা থেকে যুবতী শিল্পী উদ্ধার : পাচারকারীচক্র পালিয়েছে

রাজবাড়ি থেকে যুবতকে ফুসলিয়ে ভারতে পাচারের অপচেষ্টা ব্যর্থ

 

দর্শনা অফিস: বিভিন্ন সীমান্ত পথে ভারতে মানবপাচারের ঘটনা ঘটছে অহরহ। পাচারকারীচক্রের হাত থেকে রক্ষা পেলো রাজবাড়ির এক যুবতী। পুলিশ যুবতী শিল্পীকে উদ্ধার করতে পারলেও গ্রেফতার করতে পারেনি পাচারকারিচক্রের কোনো সদস্যকে। শিল্পীকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।
[ads1]

রাজবাড়ি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিচরচাঁদপুর গ্রামের আ. রশিদ সরদারের মেয়ে যুবতী মেয়ে শিল্পীকে ফুঁসলিয়ে গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের করে আনে পাচারকারীচক্রের সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা জয়নগর সীমান্ত পথে শিল্পীকে ভারতে পাচারের অপচেষ্টা চালানোর সময় খবর পায় দর্শনা আইসি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয়নগর থেকে উদ্ধার করেছে শিল্পীকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছে পাচারকারীচক্রের সদস্যরা। শিল্পী বলেছে, ভারতের নদীয়া জেলার ধর্মনারায়ণপুরের কালাচাঁদ (২৬) মাস তিনেক ধরে তাদের গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে আত্মীয় পরিচয়ে ছিলেন। শিল্পীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে বের করে আনে। পরে সীমান্ত পথে ভারতে পাচারের অপচেষ্টা চালায়। গতকালই সন্ধ্যায় শিল্পীকে তার পিতা রশিদ সরদারের হাতে তুলে দিয়েছে পুলিশ।