দর্শনা ও নিমতলা বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান- ফেনসিডিল ও ভারতীয় মালামালসহ আটক-৫

দর্শনা অফিস: দর্শনা ও নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিলসহ ভারতীয় মালামাল। আটক করেছে ৫ জনকে। পালিয়েছে আরও ৫ মাদক পাচারকারী। আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার ি বেলা সাড়ে ৩টার দিকে ভারতের গেদে বিএসএফ সদস্যরা মাদক পাচারচারীচক্রকে ধাওয়া করে। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলারের ৪ নং সাব পিলারের নিকটবর্তী স্থানে। এ সময় মাদক পাচারকারীচক্রের ৩ সদস্যকে বিজিবি আটক করতে পারলেও আরও ৫ জন পালিয়ে যায়। অজ্ঞাত পালাতকদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আটককৃতরা হলো দর্শনা পৌর শহরের জয়নগরের খলিলুল্লাহর ছেলে শামসুল ইসলাম (৩৪), উসমান আলীর ছেলে ২৭) ও আজিজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। আটককৃত প্রত্যেকের কাছে ১২ বোতল করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সুবেদার জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় গতকালই সুবেদার জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে আটককৃত ৩ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে গতকালই ভোর ৫টার দিকে দর্শনা বিজিবির একই দল চোরচালান বিরোধী অভিযান চালান কেরুজ গেটের সামনে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযানে আটক করা হয় দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের সাহেব আলীর ছেলে শুকুর আলী (৩৩) ও নতুনপাড়ার মুনসুর আলীর ছেলে শাহিনকে (৪০)। আটককৃতদের কাছ থেকে ১ লাখ ৭৯ হাজার ২শ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দর্শনা বিজিবির পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন সুবেদার জাহাঙ্গীর হোসেন। এছাড়া সোমবার রাত ২টার দিকে নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে জীবননগরের সিংনগর হালদারপাড়া মাঠ থেকে ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।