তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শৈলকুপায় দু দল গ্রামবাসীর সংঘর্ষ : আহত ৪০

ঝিনাইদহ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপার নওয়াপাড়া গ্রামে দু দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ৪০জন আহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, গতকাল রোববার সকালে নওয়াপাড়া গ্রামের ইউপি সদস্য রতন মিয়ার বাড়ির লোকজন প্রতিবেশীর বাড়ির পাশে আবর্জনা নিক্ষেপ করে। এ নিয়ে প্রতিবেশী বক্কারসহ কয়েকজনের সাথে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে  রতন মেম্বার সমর্থিত গ্রামের মাতব্বর গোলাম মোস্তফা ও বক্কার সমর্থিত মুক্তার মাতব্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঢাল-সড়কি, রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে উভয়পক্ষ। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে মোশারফ, মাছুম, হাসান, রিপন, ছিয়াম, মশিউর, রশিদ, ওমর, মিজান, আমীর, শামছুল, উজির, রহিম, জব্বার, সাইদুল, জাফর, রুহুল, সুমন, রফিকুল, নবাব, ওহাব, আজব, শফিকুল, আমীর উদ্দিন, লুৎফর, শহীদ, ইমরান, রতন মেম্বার, গোলাম মোস্তফাসহ ৩০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, এটি নির্বাচন বা রাজনৈতিক সংশ্লিষ্ট ঘটনা নয়। তুচ্ছ ঘটনা ও সামাজিক দলাদলি নিয়ে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর নওয়াপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।