তীব্র শীতের মাঝে বৃষ্টির পূর্বাভাস

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহওয়া অধিদফতর। ঈশ্বরদীতে ও রংপুরে গতকাল বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহওয়ার পূর্বাভাসে জানিয়েছে, হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বধিতাংশ অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার বধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ময়মনসিংহ, মাদারীপুর, সীতাকুণ্ডু, টেকনাফ, শ্রীমঙ্গল, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা দেশের (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।