তানজির আহমেদ রনিকে জেলহাজতে প্রেরণ

চুয়াডাঙ্গা বিএডিসি খামারের নির্মাণকাজে নিযুক্ত ঠিকাদারের নিকটি চাঁদাদাবি
স্টাফ রিপোর্টার: তানজির আহমেদ রনিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার ওসি তদন্ত ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ বলেছেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতকে রিমান্ডে নেয়ারও প্রক্রিয়া করা হচ্ছে।
চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মতলেব ম-লের ছেলে তানজির আহমেদ রনি আকাশ খবর পত্রিকার নির্বাহী সম্পাদক। গতপরশু তাকে তার প্রান্ত ইন্টারন্যশনাল নামক প্রতিষ্ঠানের সামনে থেকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা বিএডিসির স্থাপনা নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার নিজাম উদ্দীনের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে সোমবার সকালে নির্মাণ কাজ বন্ধ করে হুমকি দেয়। ঠিকাদার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তানজির আহমেদ রনির নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে। গতপরশু রাত ১১টার দিকে রনিকে গ্রেফতার করা হয়। রনির বিরুদ্ধে শুধু এই চাঁদাবাজির মামলাই প্রথম নয়। এর আগেও ঠিকাদারের নিকট চাঁদাদাবির অভিযোগে তাকে গ্রেফতার হতে হয়েছে। মাদক মামলায় গ্রেফতারের উদাহরণ রয়েছে কয়েক দফা। ছিনতাই মামলারও আসামির তালিকায় থেকেছে তানজির আহমেদ রনির নাম। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়। চাঁদাবাজি মামলায় আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।