তাজুল ও রাঙ্গাকে জাপার প্রেসিডিয়াম থেকে অব্যাহতি

 

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার জানান, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী তাজুল ইসলাম চৌধুরী ও মশিউর রহমান রাঙাকে প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ (বুধবার) দুপুরে এ সংক্রান্ত একটি চিঠিতে দলের চেয়ারম্যান স্বাক্ষর করেছেন। তবে দলে তাদের সদস্যপদ বহাল থাকবে। একই সাথে রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকেই মশিউর রহমান রাঙাকে সরিয়ে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছেন এরশাদ। এদিকে বহিস্কারের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বহিস্কার অগণতান্ত্রিক। এটি দুরভিসন্ধিমূলক। এরশাদ বিরোধীদলীয় নেতা হওয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা তার প্রতিক্রিয়ায় বলেন, এমন করতে থাকলে তিনি (এরশাদ) মাইনাস হয়ে যাবেন। ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই।