ঢাকা-খুলনা সবজি এক্সপ্রেস : রয়েছে যাত্রীবহনেরও ব্যবস্থা

নারায়ণ ভৌমিক: বাংলাদেশ রেলওয়ে ঢাকা-খুলনা সবজি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু করেছে। গত বুধবার থেকে কৃষকদের সুবিধার্থে এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। ট্রেনটি মালামাল নিয়ে খুলনা থেকে বারোবাজার, সাফদারপুর, আনছারবাড়িয়া, দর্শনা হল্ট, জয়দেবপুর, এয়ারপোর্ট, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতিসহ কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাবে। পরদিন সকাল ৮টায় কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি খুলনা অভিমুখে ছেড়ে গন্তব্যে পৌঁছে পরদিন সকাল ৬টায় ফের কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে রওনা দেবে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় আনছারবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি শেষে ডাউন ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটিতে মালামাল বহন বগিসহ মালের মালিকের জন্য যাত্রীবহন বগির সুবিধা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার ঢাকা কমলাপুর থেকে সকাল ৮টায় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় আনছারবাড়িয়া স্টেশনে এসে পৌঁছুলে আনছারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন সংগ্রাম কমিটির সহসভাপতি মহাসিন আলী খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডা. মিজানুর রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানসহ এলাকার শ শ কৃষক স্বাগত জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এলাকার কৃষকদের সবজি সরাসরি এক্সপ্রেস ট্রেনে ঢাকা-খুলনায় বহন করার আহ্বান জানান। আনছারবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি দেয়ায় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ রেলওয়ে কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে বলেন. ট্রেনটি চালু করায় এলাকার কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন তেমনি স্বল্প সময়ে র্নিবিঘ্নে গন্তব্যস্থলে পোঁছাতে সক্ষম হবে। উপস্থিত নেতৃবৃন্দ এ সময় আনছারবাড়িয়া স্টেশনে অবিলম্বে স্টেশনমাস্টার নিয়োগদানের দাবি জানান।

উল্লেখ্য, আনছারবাড়িয়া স্টেশনের পুনর্কার্যক্রম চালু করার দাবিতে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ ৪ দফা দাবিতে প্রায় ৩ বছর যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন।