ডেসটিনি গ্লোবালসহ শতাধিক এমএলএম কোম্পানি অবৈধ

স্টাফ রিপোর্টার: ডেসটিনিসহ শতাধিক এমএলএম কোম্পানি অবৈধ হলো। নতুন পাস হওয়া এমএলএম আইনে লাইসেন্স নেয়ার শেষ দিন ছিলো গতকাল বুধবার। কিন্তু রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির অফিস সূত্রে জানা গেছে, মাত্র ১৬টি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেছে। বহুল আলোচিত ডেসটিনি কোম্পানি তার ব্যবসা পরিচালনার জন্য নতুন আইনে লাইসেন্সের আবেদন করেনি। পাশাপাশি পুরনো শতাধিক এমএলএম কোম্পানি থাকলেও তারা লাইসেন্সের জন্য আবেদন করেনি। ফলে এখন থেকে ডেসটিনিসহ প্রায় শতাধিক এমএলএম কোম্পানির ব্যবসা অবৈধ হিসেবে গণ্য হলো। গত বছরের আগস্ট মাসে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এসএলএম) আইন পাস হয়। আইনে এমএলএম কোম্পানির লাইসেন্স নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন আইনের বিধানে রয়েছে আইনটি কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে পুরনো কোম্পানিগুলো ব্যবসা পরিচালনায় লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। সে নিয়ম অনুযায়ী বুধবার ৮ জানুয়ারি নতুন আইনে লাইসেন্স নেয়ার সময় শেষ হয়েছে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অফিস সূত্রে জানা গেছে- নতুন আইনে মাত্র ১৬টি কোম্পানি লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করেছে। শেষ দিন বুধবার একটি কোম্পানি লাইসেন্স নিয়েছে। ১৫টি কোম্পানি নিবন্ধন নিয়েছে মঙ্গলবার পর্যন্ত।
নতুন লাইসেন্স নেয়ার জন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দি ক্লাসিক লাইফ বিডি প্রাইভেট লিমিটেড কোম্পানি, দেইসান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এসএমএন গ্লোবাল লিমিটেড, অ্যাডভান্স বাংলাদেশ লিমিটেড, টিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ড্রিম টুগেদার লিমিটেড, এমএক্সএন মডার্ন হারবাল ফুড লিমিটেড, এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড, লাইফওয়ে লিমিটেড, রিচ বিজনেস লিমিটেড, লাকজার গ্লোবাল অ্যান্ড লিমিটেড, এমওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড, ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলা লিমিটেড, মেকনোম ইন্টারন্যাশনাল লিমিটেড, মিশন-১০ লিমিটেড, পিনাকল সোর্সসিং লিমিটেড। এ প্রসঙ্গে জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধক বিজন কুমার বৈশা জানান- আবেদনপত্র পাওয়ার পর এগুলো যাচাই-বাছাই করে এবং ইনভেস্টিগেশন করে অনুমোদন দেয়া হবে। তিনি আরও বলেন, ডেসটিনি নতুন করে লাইসেন্স গ্রহণ করেনি ব্যবসা পরিচালনার জন্য। নতুন আইনে বলা হয়েছে- লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা হবে। ইতঃপূর্বে দুর্নীতি, অনিয়ম ও প্রতারণায় জড়িয়ে পড়ে এমএলএম কোম্পানিগুলো। কোনো আইন না থাকায় এমএলএম কোম্পানির নামে ডেসটিনি ট্রি-প্লান্টেশন কর্মসূচির মাধ্যমে ৩ হাজার ২৮৫ কোটি টাকা, যুবক নামের প্রতিষ্ঠানটি ২ হাজার ১৪৭ কোটি টাকা ও ১ হাজার ৫০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইউনিপে টু নামের প্রতিষ্ঠানটি। এর বাইরেও ছোট ছোট এমএলএম কোম্পানি প্রতারণায় জড়িয়ে পড়ে। যে কারণে এসব দুর্নীতি বন্ধ করতে আইন প্রণয়ন করা হয়। আইনে ডেসটিনির ন্যায় পিরামিড সদৃশ ব্যবসাকে নিষিদ্ধ ও সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়। এমএলএম ব্যবসার জন্য অবশ্য সরকারের কাছ থেকে লাইসেন্স নেয়া বাধ্যতামূলক, আইনের বিধান লঙ্ঘন করলে লাইসেন্স বাতিল, বাতিলকৃত লাইসেন্স দিয়ে ব্যবসা করলে পাঁচ বছরের জেল, বিপণনযোগ্য পণ্য সুনির্দিষ্ট করে সরকারের কাছ থেকে অনুমোদন গ্রহণ, অনুমোদনসাপেক্ষে পণ্যের পরিবর্তন, হ্রাস-বৃদ্ধির বিধান রাখা হয়েছে। অনুমোদনবিহীন পণ্য বিক্রির অপরাধে পাঁচ বছরের জেলের বিধান রাখা হয়। এছাড়া পণ্যের মোড়ক ব্যবহার, প্রতিশ্রুতির পণ্য সরবরাহ না করা, মিথ্যা বিজ্ঞাপন প্রদান, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, অযৌক্তিক মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। এ আইনের সব অপরাধ জামিন অযোগ্য ও শাস্তি আরোপযোগ্য রাখা হয়েছে। ক্রেতা বা ভোক্তাকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে এমএলএম কোম্পানির পণ্য বা সেবা বাস্তবে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ আইন অমান্য করলে সর্বোচ্চ তিন বছর এবং জরিমানার বিধান থাকছে। সরকারের পক্ষ থেকে এমএলএম কোম্পানির আর্থিক লেনদেন, অডিট প্রতিবেদন তদারকির বিধান রাখা হয়েছে। ইতঃপূর্বে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক ৬৯টি এমএলএম কোম্পানি নিবন্ধন ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৩৪৬(৩) ধারা অনুযায়ী বাতিল করে এবং ৩৪০(৫) ধারায় কোম্পানিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়। বাতিলকৃত কোম্পানিগুলোর মধ্যে ইন্টা. টং চিং প্রডাক্টস, ওসান মার্কেটিং কোম্পানি, মাল্টি ফোকাস বিজনেস সিস্টেম, গানো ই ওয়ার্ল্ড ওয়াইড, এমভিশন ড্রিম মার্কেটিং, জিলাশিয়ার (বিডি), গ্র্রীন অ্যাকটিভ বিসনেস, লিবার্টি (বিডি) নেটওয়ার্ক মার্কেটিং, রয়েল ড্রিম ইন্টা. জিও নেট, দি এইম সলিউশন, ইভা টেলিকমিউনিকেশন, বারাবো আইটি ইন্টা. নিউফ ইন্টা. টুনি অ্যান্ড টোনা একফোর্স, সুখসারি (বিডি), উত্তরা গ্রীন সিটি, সোয়াব ইন্টা. হারবা লাইফ ইন্টা. এসকিটস, রয়েল ড্রিম, গৃহ নির্মাণ মার্কেটিং, বিজ এইম কর্পোরেশন, মার্স মার্কেটিং প্রাইভেট, বন্ধন অ্যাসোসিয়েশন, গ্লেইন্স গেইন কোম্পানি, ফেইথ মার্কেটিং সিস্টেম, গুর্দান নেটওয়ার্ক, রয়েল ভিশন, গোল্ডেন ফেইদার, সিএমএস ইন্টা. বিডিলিংক সিস্টেমস, সানল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোপার্টিজ, শাহানা এক্সপ্রেস, আল-বারাত কমিউনিকেশনস, সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম, ইন্টা. ম্যাজিক বাংলা টেলিমিডিয়া, শেখ ব্রাদার্স শিপিং কর্পোরেশন, লাইফটাইম কনসেপ্ট, সেলফ ড্রিম, স্পাইডারস নেটওয়ার্ল্ড ট্রেডার্স লি. ইন্টা. ইনফরমেশন টেকনোলজি সলিউশন লি. সরকার অর্গানিক শ্রিম্প সার্ভিস সেন্টার লি. উইস্টার্ন স্টিচ (বিডি) লি. সুইস ডিসিহাইফেলি ফ্যাশন লি., ফ্যামিলি মার্ট সুপারশপ লি. অ্যাপার্টমেন্ট মার্কেটিং লি. কৃষ্ণচূড়া লি. অ্যাসুরেন্স (বিডি), টার্গেট নেটওয়ার্ক মার্কেটিং, পারফেক্ট গেটওয়ে বাংলাদেশ, পেন্টা টেকনিক্যাল ইন্সটিটিউট, আইডিয়া মার্কেটিং কর্পোরেশন, শেফা টপস ও গ্লোবাল ২০২০ মার্কেটিং।