ডিগ্রি পরীক্ষায় নকলের অপরাধে মুজিবনগর সরকারি কলেজে উন্মুক্ত পরীক্ষা কেন্দ্র বাতিল

 

 

মুজিবনগর প্রতিনিধি: ডিগ্রি পরীক্ষায় অবাধে নকল করার অপরাধে মেহেরপুর মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের উন্মুক্ত পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ জুলাই থেকে নতুন ওই কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা শুরু হবে।

জানা গেছে,উন্মুক্ত চলতি ডিগ্রি পরীক্ষায় মুজিবনগর সরকারি কলেজ কেন্দ্রে অবাধে নকল চলছিলো। একাজে সহযোগিতা করছিলেন কয়েকজন শিক্ষক। নকল প্রতিরোধ করায় উপজেলা নির্বাহী অফিসারে বিরুদ্ধে পরীক্ষার্থীদের লেলিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে। উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল বিষয়টি অবহিত করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে ওই কেন্দ্র বাতিলের দাবি করেন। এর প্রেক্ষিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তদন্তে নকলের বিষয়টি স্পষ্ট হলে কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।