টিভি পড়ে নিহত শিশু তানজিনূরের দাফন সম্পন্ন

 

জামজামি প্রতিনিধি: সাতক্ষীরায় টিভি পড়ে নিহত ৩ বছরের শিশু তানজিনূরের মরদেহ গতকাল বেলা ১০টায় আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থান ময়দানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। জানাজা ও দাফন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মাহমুদুল হক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. আমিনুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমসহ অন্যান্য ম্যাজিস্ট্রেট, আলমডাঙ্গার স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ নিকটাত্মীয়স্বজন ও মুসল্লিরা শরিক হন। আদরের সন্তান শিশু তানজিনুরের কফিন কাঁধে ও কবরে সমাহিত শেষে আলমডাঙ্গা বাদেমাজুর ছেলে সাতক্ষীরা জেলা যুগ্ম জজ হলেন পাগলপ্রায়।

জানা গেছে, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের ছেলে নুরুল ইসলাম সাতক্ষীরা জেলা যুগ্ম জজ হিসেবে কর্মরত। কর্মের সুবাদে স্ত্রী ২ সন্তান নিয়ে সাতক্ষীরায় অবস্থান করছিলেন। স্বজনেরা জানান, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোটো ভাই রিহানকে নিয়ে তানজিনূর আপেল হাতে দুরন্তপনা ও আনন্দে মেতে ওঠে। মা নাতাশা রহমানকে তানজিনূর শেষ কথাটি বলেছে আম্মু তুমি দেখ আমি নাচ করি। মায়ের অনুমতি পেয়ে নাচতে থাকে শিশু তানজিনূর। পাশে রাখা টিভি আকস্মিক উল্টে পড়ে শিশু তানজিনূরের মাথায়। মা বলেই থেমে যায় শিশু তানজিনূরের সব উচ্ছ্বাস-আনন্দ। চিৎকার ও কান্না শুরু করেন মা নাতাশা। জজ নুরুল ইসলাম দ্রুত ছুটে আসেন। খবর পেয়ে তড়িৎ ছুটে আসে স্থানীয় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের অ্যাম্বুলেন্স। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুত্যু হয় শিশু তানজিনূরের। এ খবর সাতক্ষীরা জেলা জজ শিফমেন্টে পৌঁছুলে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তাৎক্ষণিক ছুটে আসেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন ও জজশিপের সকল জুডিশিয়্যাল মাজিস্ট্রেট। রোববার রাতেই শিশু তানজিনূরের মৃত্যু খবর তার গ্রামের বাড়িসহ আত্মীয়স্বজনদের মাঝে ছড়িয়ে পড়লে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।