টঙ্গীতে বাংলালিংক কর্মকর্তা খুন : টাকা লুট

স্টাফ রিপোর্টার: টঙ্গীর সাতাইশ এলাকায় ভরদুপুরে বাংলালিংক সংশ্লিষ্ট কোম্পানির এক কর্মকর্তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিহত আহমেদ মোস্তফা (৩২) টঙ্গী ভয়েস মার্কেটিং কার্যালয়ে বিক্রয় কর্মকর্তা হিসেবে ছিলেন। বাংলালিংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (পিআর অ্যান্ড কমিউনিকেশন) শেহজাদ হোসেন বলেন, নিহত  মোস্তফা বাংলালিংকের ডিস্ট্রিবিউটরের কর্মকর্তা ছিলেন। টঙ্গী থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মোস্তফা সাতাইশ এলাকায় যান টাকা সংগ্রহ করতে। এ সময় একদল দুর্বৃত্ত তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে মোস্তফা তাতে বাধা দেন। এক পর্যায়ে তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে ছিনতাইকারীরা। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোস্তফা বরিশালের সদর উপজেলার পশ্চিম কাওনিয়া এলাকার এসএম আবু বকরের ছেলে। বাংলালিংকের ব্যবস্থাপক মো. জাফর আহমেদ সাংবাদিকদের জানান, মোস্তফার ব্যাগে কতো টাকা ছিলো, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিহাব উদ্দিন জানান, মোস্তফার মাথা ও মুখসহ শরীরের কয়েক স্থানে জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *