ঝিনাইদহ শহরে বিদ্যুত বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছে

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরে বিদ্যুত বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছে। লোডশেডিঙের ফাঁদে পড়ে মানুষ নাজেহাল হওয়া ছাড়াও স্থানীয় বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্যে অবহেলা, অনিয়ম ও সীমাহীন দুর্নীতির কারণে গ্রাহকরা জিম্মি হয়ে পড়েছে। এসব কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিদ্যুতের সমস্যা নিয়ে অভিযোগ দেয়ার পর দিনের পর দিন পেরিয়ে গেলেও মেলেনা সমস্যার সমাধান।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, এসব কর্মকর্তা-কর্মচারীরা অফিসের প্রয়োজনীয় কাজ ফেলে রেখে অবৈধ সংযোগ দেয়া এবং অর্থ বাণিজ্য নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকে। ঝিনাইদহ শহরে প্রায় সহস্রাধিক ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। এসব ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার জন্য এক শ্রেণির মানুষ বিদ্যুত অফিসের সহযোগিতায় অবৈধ গোডাউন তৈরি করে চার্জ প্রদান কেন্দ্র গড়ে তুলেছে। সুরক্ষিত এসব স্থানে কাউকে ঢুকতে দেয়া হয়না। এছাড়াও শহরের রাস্তার ধার দিয়ে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান সমূহে মিটার ছাড়াই বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এসব ব্যাপারে অভিযোগকারীদের বক্তব্য বিদ্যুত বিভাগে এতো দুর্নীতি থাকা সত্বেও কেউ দেখার নেই। তারা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এদিকে গতকাল দুপুরের দিকে হালকা বাতাসসহ এক পশলা বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে শহরের এফ-ফিডার এলাকাসহ বিভিন্ন এলাকার বিদ্যুত বন্ধ হয়ে যায়। সারাদিনের অধিকাংশ সময় বিদ্যুত ছিলো না। এ ব্যাপারে পাওয়ার গ্রিড স্টেশনে ফোন করলে দায়িত্বশীল ব্যক্তি জানান, বাতাসের কারণে একটি নারিকেল গাছের ডাল বিদ্যুত লাইনের ওপর পড়ায় সংযোগ বন্ধ হয়ে গেছে।

ঝিনাইদহ বিদ্যুত বিতরণ বিভাগের নির্বাহী কর্মকর্তা সাইফুজ্জামানের সাথে বিকাল পৌনে ৪টার দিকে ফোনে কথা বললে তিনি জানান, বিদ্যুত গ্রিডে সমস্যা হতেই পারে। এতে আমাদের কিছু করার নেই। কখন বিদ্যুত আসবে সে ব্যাপারেও তিনি কিছু জানাতে পারেনি।