ঝিনাইদহে সিভিল সার্জনের অপসারণ দাবিতে স্বাচিপের মানববন্ধন

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের দুর্নীতিবাজ সিভিল সার্জন আবদুস সালামের অপসারণ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.রাশেদ আল মামুনের নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঝিনাইদহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপি এ কর্মসূচি ঝিনাইদহ জেলা সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে জেলা বিএমএ’র সভাপতি ডা. আজিজুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ওয়ার্কাস পার্টির নেতা অরুণ ঘোষ, কমিউনিষ্ট পার্টির নেতা রবিউল আলম খোকন, ছাত্রনেতা আলমগীর হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বক্তারা ঝিনাইদহের দুর্নীতিবাজ সিভিল সার্জন আবদুস সালামের অপসারণ দাবি করেন। একই সাথে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশেদ আল মামুনের নামে দায়ের মামলা প্রত্যাহার ও আবাসিক মেডিকেল অফিসারের পদে বহালের দাবি জানান।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন তারা।